রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঝুঁকিতে প্রায় ৫০ হাজার পরিবার !

রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঝুঁকিতে প্রায় ৫০ হাজার পরিবার ! 1চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে পর্যাটন শহর পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। গত কয়েকদিন থেমে থেমে হালকা, মাঝারি ও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের আতংক বাড়চ্ছে । হ্রদের পার্শ্বে অধিকাংশ বাড়ীঘর ও বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণে আরো ঝুকিপুর্ণ হয়ে পড়েছে। পাহাড় কেটে,বন উজার,অপরিকল্পিত অনুমোদিত বাড়ীঘর বিভিন্ন ভবন ও স্থাপনা নির্মাণ ,পয়নিস্কাশনে বাধাঁ,দুর্বল সীমানা প্রাচীর এবং প্রবল বর্ষনে বৃষ্টি পানি প্রতিবন্ধকতার কারণে ভুমি ধসের এক মাত্র কারণ । রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঝুকিতে প্রায় ৫০ হাজার পরিবার । প্রশাসন থেকে সতর্কতা জারি করে পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসাবাসকারী লোকজনকে দ্রুত আশ্রয় কেন্দ্র বা যে কোনো নিরাপদে সরিয়ে যেতে বলা হচ্ছে। বৃষ্টি পড়লে শহরে মাইকিং করা হচ্ছে লোকজনের আতংক বাড়ছে। এতে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ২৪ দিনে চালু হয়নি রাঙ্গামাটি-নানিয়াচর-মহালছড়ি সড়ক।নানিয়াচর উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা ও মহালছড়ি কলেজের অধ্যক্ষ মৈত্রী খীসা প্রতিবেদকে জানান,আমরা ইঞ্জিন চালিত বোট নিয়ে আসা-যাওয়া করছি ।
১৩ জুন পাহাড় ধসের ঘটনায় শহরসহ রাঙ্গামাটিতে ১২০ জনের প্রাণহানি ঘটে। ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়িঘর, বিভিন্ন সড়ক, সেতু, কার্লভাট, স্থাপনা, ফসলি জমি, বন, গবাদি পশু, প্রাণী, মৎস্য খামারসহ প্রচুর সম্পদ, মালামাল ও ভূমির। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসে আবারও বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, অব্যাহত বৃষ্টিতে সদরের ভেদভেদী, শিমুলতলী, মানিকছড়ি, ধেপ্পোছড়ি, সাপছড়ি, শালবনসহ বিভিন্ন জায়গায় আবার পাহাড় ধসের ঘটনা ঘটছে। তবে বড় ধরনের বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!