রাঙামাটির ‌‌১১ স্বাস্থ্যকেন্দ্রে নেই আইসোলেশন ব্যবস্থা

রাঙামাটির স্বাস্থ্যকেন্দ্রেগুলোতে নেই কোন আইসোলেশন ব্যবস্থা। এসব স্বাস্থ্যকেন্দ্রে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসেননি। এছাড়া কারও নমুনাও সংগ্রহ করতে হয়নি। এমনকি জেলায় শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত কারও মৃত্যুর খবরও পাওয়া যায়নি। ফলে এখনও পর্যন্ত স্বস্তিতে আছেন রাঙামাটিবাসী।

রাঙামাটির করোনা পরিস্থিতি নিয়ে শনিবার (৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য জানিয়েছেন।

তবে জেলা শহরের পরিবার পরিকল্পনা বিভাগের প্রশিক্ষণ সেন্টারে ৫০ শয্যার অস্থায়ী আইসোলেশন ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া রাঙামাটি সরকারি কলেজে ১০০ শয্যার আইসোলেশন ব্যবস্থার কথা বলা হলেও ভবন ছাড়া সেখানে কোনো সরঞ্জাম নেই।

রাঙামাটি জেলায় সরকারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে ১১টি। এর মধ্যে বেড রয়েছে ২৬৩টি। তবে করোনাভাইরাস চিকিৎসায় বেড প্রস্তুত রয়েছে ১৫০টি। এছাড়া ৮৬ জন চিকিৎসক ও ১০০ জন নার্স রয়েছেন। তাদের জন্য পিপিই (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) মজুদ আছে ২ হাজার ৪৯টি। আক্রান্ত ব্যক্তিদের জরুরি চিকিৎসা দেওয়ার জন্য তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

রাঙামাটিতে গত ১ মার্চ থেকে বিদেশফেরত এসেছেন ২৫৩ জন। কিন্তু এদের মধ্যে ঠিকানা চিহ্নিত করা গেছে মাত্র ১৬১ জনের। বাকিদের হদিস মেলেনি। এছাড়া শনিবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ৬৭ জন। জেলায় ১৮৬ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন।

এএইচ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!