রাঙামাটিতে ৪ দিনের করমেলা শুক্রবার থেকে

কর অঞ্চল-৩ চট্টগ্রামের উদ্যোগে পার্বত্য জেলা রাঙামাটিতে আয়কর মেলা ২০১৯ শুরু হতে যাচ্ছে। আগামী শুক্রবার থেকে সোমবার (১৫-১৮ নভেম্বর) পর্যন্ত রাঙামাটি চেম্বার মিলনায়তনে ৪ দিনব্যাপী এ মেলা শুরু হবে।

মেলায় কর অঞ্চল- ৩ চট্টগ্রামের কর কমিশনার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে শুক্রবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। বিশেষ অতিথি থাকবেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার আলমগীর কবীর ও রাঙামাটি চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া।

কর অঞ্চল-৩ চট্টগ্রামের অতিরিক্ত কর কমিশার ও রাঙামাটিতে আয়োজিত আয়কর মেলার আহ্বায়ক হেমল দেওয়ান বলেন, ‌‘৪ দিনব্যাপী এই আয়কর মেলায় ই-ট্যাক্স প্রদান, আয়কর রিটার্ন পূরণে সহায়তা, আয়কর রিটার্ন গ্রহণ ও আয়কর সংক্রান্ত অন্যান্য সেবা ও পরামর্শ দেওয়া হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!