রাঙামাটিতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার দাবি

সংবাদ সম্মেলন

১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়াকে হত্যার বিচার দাবি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পাকুয়াখালী গণহত্যার ২৩ বছর উপলক্ষে রাঙামাটি শহরের এক অভিজাত রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে সম-অধিকার আন্দোলনের নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এতে উপস্থিত ছিলেন সম-অধিকার আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, সহ-সভাপতি মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, অর্থ সম্পাদক মতিউর রহমান বিশ্বাস, প্রচার সম্পাদক মো. শাহজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ২৩ বছর পরও পাকুয়াখালী গণহত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়ে বলেন, ‘পাহাড়ে যতদিন অবৈধ অস্ত্র থাকবে, ততদিন এখানে পাহাড়ি বাঙালি কেউ নিরাপদ নয়। পাহাড় থেকে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!