রাঙামাটিতে সেনাবাহিনীর ‘১ মিনিটের ঈদ বাজার’

করোনা ভাইরাস পরিস্থিতিতে থমকে যাওয়া অসহায়-দুঃস্থ ও নিন্ম আয়ের তিন শতাধিক পরিবারে এবার ঈদে খুশির উপলক্ষ্য হয়েছে রাঙামাটি সেনাবাহিনী। ‘এক মিনিটের ঈদ বাজার’ এ তারা বিনামূল্যে দিয়েছে ঈদ সামগ্রীসহ ১৫ ধরনের খাদ্যপণ্য ও কাপড়। এ সহায়তা পাওয়ায় স্বস্তি আর উচ্ছাস ফিরেছে এসব পরিবারে।

শুক্রবার (২২ মে) রাঙামাটি মারী স্টেডিয়ামে মানবিক উদ্যোগ হিসেবে এমন ভিন্নধর্মী আয়োজন করে রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সদর সেনা জোন। রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি এর উদ্বোধন করেন।
ঈদ সামগ্রির মধ্যে রয়েছে- চাল, আলু, তেল, চিনি, লবন, সেমাই, গুড়োদুধ, সুজি, নুডুলস, আটা, মিষ্টি কুমড়াসহ পরিধেয় বস্ত্র। বস্ত্রের মধ্যে ছিল- শাড়ি, লুঙ্গি ও চাকমাদের জন্য থামি।

এ সময় উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার লে. কর্নেল রফিকুল ইসলাম, জিটুআই মেজর মহিউদ্দিন ফারুকী, মেজর নাজমুল হাসানসহ সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।

এর আগে গত ১৫ মে প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ ২০০ পরিবারকে সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’ চালু করে। সেখান থেকে চাল, আলু, ঢেঁড়শ, শষা, বরবটি, কঁচুর লতি, মিষ্টি কুমড়া, চিচিংগা ও কাচা মরিচসহ নয় প্রকার খাদ্যপন্য দেওয়া হয় বিনামূল্যে।
এই ব্যতিক্রমী ঈদ বাজারে বিনামূল্যে বাজার করার সুযোগ পেয়ে আনন্দিত অসহায়-দরিদ্র ও নিন্ম আয়ের মানুযষেরা।

গৃহবধূ লীলা চাকমা ও নিন্ম আয়ের মো. সেলিম বলেন, ‘খাবারের সাথে কাপড়ও পেয়েছি। আমরা অনেক খুশি। সেনাবাহিনীর প্রতি অনেক কৃতজ্ঞতা’।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!