রাঙামাটিতে রক্তভেজা লাশের গায়ে দুই গুলির চিহ্ন

রাঙামাটির রাজস্থলী উপজেলার অংসুই অং মারমা (৫০) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকদাছড়ি এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, অংসুই অং মারমা কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার পানছড়ি পাড়ার মৃত মংসুই মারমার ছেলে। বুধবার সকালে কাকদাছড়ি এলাকার বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ঘটনার সতত্য নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন জানান, ‘মঙ্গলবার রাতে কাকদাছড়ি এলাকার বাসিন্দারা গুলির শব্দ শুনতে পায় বলে পুলিশকে জানায়। আবার বুধবার সকালে লাশটি দেখতে পেয়ে আমাদেরকে স্থানীয়রা খবর জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।’

ওসি জানান, নিহত ব্যক্তির শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। একটি তার মাথায়, অন্যটি বুকে। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে সে বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য তার লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পিআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!