রাঙামাটিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮০ হাজার শিশু

আগামী ২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৯ উপলক্ষে রাঙামাটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১৯ জুন) সকাল ১১টায় রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাঙামাটির ডেপুটি সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলন জানানো হয়, আগামী ২২ জুন সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই রাউন্ডে রাঙামাটি জেলায় মোট ৭৯ হাজার ৮৮৪ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু খাবে নয় হাজার ১৮৮টি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে ৭০ হাজার ৬৯৬ ক্যাপসুল। এ সময় পুরো জেলায় মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্র খোলা থাকবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!