রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ২৭

রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে ১ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। আহতরা চট্টগ্রাম নগরীর কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন লিমিটেডের (কেইপিজেড) টেনডেক্স লিমিটেড নামের চায়না ফার্নিসার কারখানার শ্রমিক।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে রাঙামাটির সাপছড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৪ জনকে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বাস হেলপারের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পলাতক রয়েছে বাসটির চালক। জানা যায়, বাসটির যাত্রীরা সবাই চট্টগ্রামের ইপিজেড থানার নারিকেলতলা থেকে যাচ্ছিলেন। এতে ৬৫ জন যাত্রী ছিলেন।

রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ২৭ 1

এ বিষয়ে রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর চট্টগ্রাম প্রতিদিনকে জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজামাটির ডিসি একেএম মামুনুর রশিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী হাসপাতালে আহতদের দেখতে গেছেন।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!