রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১৪, নিখোঁজ ১

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১৪, নিখোঁজ ১ 1রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে পাহাড় ধসে অন্তত ১৪জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । কয়েকদিনের টানা এ পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ ।

রাঙ্গামাটি সদর হাসপাতালের এক কর্মকর্তা জানান, সকাল সাড়ে দশটা পর্যন্ত রাঙামাটি শহরের বিভিন্ন এলাকা থেকে রাঙামাটি সদর হাসপাতালে ১১ জনের মৃতদেহ এসেছে। এরা সবাই বিভিন্নস্থানে বাড়ীর উপর পাহাড়ধসের ঘটনায় মৃত্যুবরণ করেছেন। নিহতরা হলেন- রুমা আক্তার,নুরিয়া আক্তার,হাজেরা বেগম,সোনালি চাকমা,অমিত চাকমা,আইয়ুশ মল্লিক,লিটন মল্লিক, চুমকি দাশ এবং আরো তিনজনের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

রাইখালি ইউপি চেয়ারম্যান ছায়ামং মারমা জানান, তার ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় মাটিচাপা পড়ে উনু চিং মারমা এবং নিকি মারমা মারমা নামের দুইজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন । কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় গাছ চাপা পড়ে আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন এবং ইকবাল নামের এক ব্যক্তি কর্ণফুলি নদীতে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন।

এদিকে প্রবল বর্ষনে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে মাটিচাপা পড়েছে অসংখ্য মানুষ। ফায়ারসার্ভিসের রাঙামাটি টিমকে সহযোগিতা করতে চট্টগ্রামের হাটহাজারি থেকেও বাড়তি ইউনিট আসছে বলে জানিয়েছেন ফায়ারসার্ভিস কর্মকর্তারা। রাঙামাটি শহরে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মুহম্মদ রশীদ জানিয়েছেন, অনেক স্থানেই এখনো মানুষ মাটি চাপা পড়ে আছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!