রাঙামাটিতে পর্যটকবাহী বোট ডুবে নিহত ৫, উদ্ধার অভিযান চলছে

রাঙামাটি সদরে লেকে পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত বোট ডুবে ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-রিনা ও শিলা। অপর তিন জনের নাম এখনো জানা যায়নি।

এ ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে প্রশাসন।

নিহতরা চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার পোশাক কারখানার শ্রমিক। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আমাদের বাঘাইছড়ি প্রতিনিধি ওমর ফারুক সুমন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম ইপিজেট থেকে আসা পর্যটকরা লেকে ইঞ্চিনচালিত বোটে ঘুরতে বের হয়। বোটটি রাঙামাটি ডিসি বাংলোর নিকট এসে হঠাৎ উল্টে গিয়ে ডুবে যায়। এতে ৫ জন নিহত হয়।

নিহতরা ইপিজেড এলাকার পোশাক শ্রমিক। ভালোবাসা দিবস উপলক্ষে সকালে শ্রমিকরা আন্দনভ্রমণে যায় পর্যটন এলাকা রাঙামাটিতে।

রাঙামাটিতে পর্যটকবাহী বোট ডুবে নিহত ৫, উদ্ধার অভিযান চলছে 1

রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

এদিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে চট্টগ্রাম থেকে আগত একটি পর্যটকবাহী বোট ডুবে গেছে। এতে ৩ জন নিখোঁজ রয়েছে।

আহত কয়েকজনকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাপ্তাই ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।

আদর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!