রাঙামাটিতে জাতীয় কাবাডি চ্যাম্পিয়ন নারী দলের সংবর্ধনা

রাঙামাটির জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়েছে। রাঙামাটি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার পযর্টন কমপ্লেক্সে মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। খুদে শিক্ষার্থীদের নিয়ে গড়া নারী দলটি গত ২ অক্টোবর অনুষ্ঠিত ৪৮তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে ঢাকা বিভাগকে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়ন হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ফ্রেন্ডস ক্লাবের সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী দীপংকর তালুকদার। অনুষ্ঠানে পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, জুরাছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আলম, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শফিউল আযম উপস্থিত ছিলেন।

জাতীয় চ্যাম্পিয়ন নারী কাবাডি দলের অধিনায়ক পূরবী চাকমা বলেন, ‘আমরা প্রতিটি দলকে সহজে পরাজিত করেছি। তেমন কোনো অনুশীলন ও প্রশিক্ষণ আমরা পাইনি। সবার সহযোগিতা পেলে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারব।’ দীপংকর তালুকদার বলেন, ‘বাংলাদেশের দুর্গম পার্বত্য জুরাছড়ি উপজেলা থেকে জাতীয়ভাবে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়ে পুরো রাঙামাটি এখন আনন্দে ভাসছে। এ অর্জন রাঙামাটির ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করছে। কাবাডি সহ অন্যান্য খেলা অব্যাহত রাখলে রাঙামাটির খেলাধূলার আরও উন্নতি ঘটবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!