রাঙামাটিতে গোলাগুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

পাহাড়ের দুই আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে রাঙামাটিতে সুমন চাকমা নামের একজন নিহত হয়েছে। নিহত সুমন চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফ মূল দলের সহকারী কোম্পানি কমান্ডার বলে জানা গেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাংগা ইউনিয়নের মাইচ্ছ্যছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে কোতয়ালী থানা ও সুবলং ফাঁড়ির পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে চট্টগ্রাম প্রতিদিনকে জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ।

স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে উক্ত এলাকায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সকাল সাড়ে নয়টার সময় মাইচ্ছ্যাছড়া এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সুমন চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার বাসিন্দা।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। ফিরে আসলে বিস্তারিত বলতে পারবো।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!