রাঙামাটিতে গামছা পেঁচিয়ে হত্যা চেষ্টার দায়ে ২ ব্যক্তির কারাদণ্ড

রাঙামাটিতে গলায় গামছা পেঁচিয়ে একব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় দু’জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. রতন ও মো. সুমন। তাদের মধ্যে রতনকে ৭ বছর ও সুমনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএনএম মোরশেদ খানের আদালত এ আদেশ দেন।

জানা গেছে, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি রাঙামাটির লংগদু থানায় বাদী হয়ে হত্যা চেষ্টার এ মামলাটি দায়ের করেন লংগদুর আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি জামতলা গ্রামের বাসিন্দা মো. আলী হোসেন।

মামলাটিতে দণ্ডিত দুজনসহ মো. লোকমান, মো. মামুন, মো. হারুন ও মো. নাছির উদ্দীনকেও আসামি করা হয়। পুলিশ তদন্ত করে ৬ জনকেই অভিযুক্ত করে ২০১৭ সালে ৩ মে আদালতে চার্জশিট দাখিল করে। পরে ২০১৮ সালের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মনজুরুল ইসলাম বলেন, ‘বাদী মো. আলী হোসেনের গলায় গামছা পেঁচিয়ে দুজন দুই দিকে টেনে হত্যার চেষ্টা প্রমাণিত হয়েছে। তাই আসামি মো. রতনকে ৭ বছর ও মো. সুমনকে ৫ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। দুজনের বিরুদ্ধেই সাজার ওয়ারেন্ট পাঠানো হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!