রাঙামাটিতে করোনা সন্দেহে আইসোলেশনে ভর্তি ব্যক্তি মারা গেছে

রাঙামাটিতে করোনা সন্দেহে আইসোলেশনে ভর্তি থাকা এক ব্যক্তি (৫৪) মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টায় রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল সংলগ্ন আইসোলেশন ইউনিটে তিনি মারা যান।

আইসোলেশন ইউনিটের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ব্যক্তির বাড়ি রাঙামাটি শহরের রুপনগর এলাকায়।

সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা কামাল জানান, রোববাদ সকালে ওই ব্যক্তি সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে আসেন। রোগীর পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাকে আইসোলেশনে নেওয়া হয়। ওই রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা সন্দেহেই রোগীকে ভর্তি করা হয়েছিল। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন কিনা।

রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রোগীটি সর্দি, কাশি ও জ্বর নিয়ে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি ছিল। রোববার সকালে তাকে ভর্তি করা হয়। রাত ২টায় তিনি মারা যান। প্রাথমিক ভাবে আমরা করোনা সন্দেহে তাকে ভর্তি করেছি। তবে রিপোর্ট হাতে পেলে শত ভাগ নিশ্চিত হতে পারব।’

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হাপানী রোগে ভুগছিলেন আইসোলেশনে ভর্তি হওয়া ওই ব্যক্তি।

জেআরজে/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!