রাঙামাটিতে আওয়ামী লীগ নেতাসহ ১২ জুয়াড়ির দণ্ড

পার্বত্য রাঙামাটির বিভিন্ন ক্লাবে শুক্রবার (২০ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। রাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাঙামাটি জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অংশ নেয়।

ব্রাদার্স স্পোটিং ক্লাবে জরিমানা করা হয় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনকে।
ব্রাদার্স স্পোটিং ক্লাবে জরিমানা করা হয় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনকে।

এ অভিযানে রাঙামাটি শহরের ব্রাদার্স স্পোটিং ক্লাব থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনসহ ১১ জন এবং রাইজিং ক্লাব থেকে একজনসহ মোট ১২ জনকে ১০০ টাকা করে মোট ১২০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে খবর মুহূর্তের মধ্যে শহরে ছড়িয়ে পড়লে অন্যান্য ক্লাবগুলো জনশূন্য হয়ে পড়ে।

রাঙামাটির বিভিন্ন ক্লাবে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
রাঙামাটির বিভিন্ন ক্লাবে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭-এর ৪ ধারায় এদের জরিমানা করা হয়।

পিআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!