রাঙামাটিতে আওয়ামীলীগ কানেকশনে পিতা-পুত্র বহিষ্কার!

রাঙামাটিতে বিএনপি নেতা মো. শফি ও তার ছেলে যুবদল নেতা মো. শাকিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শফি রাঙামাটি সদর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাকিল ৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক।

মূলত আওয়ামীলীগ কানেকশনের কারণেই পিতা-পুত্রকে একসঙ্গে বহিষ্কার করা হয়েছে বলে মনে করছেন অনেকেই।

অবশ্য দলটি বলছে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে’ এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এনিয়ে শহরজুড়ে চলছে আলোচনা। তবে পিতা-পুত্রের বহিষ্কারের ঘটনাটি ‘দুই নৌকায় পা দিয়ে চলা’ নেতাকর্মীদের জন্য একটি ‘বার্তা’ বলে মনে করছেন দলের নিবেদিত নেতাকর্মীরাও।

সদর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেদ অপু বলেন, ‘জেলা বিএনপির সাথে যৌথসভার সিদ্ধান্তে সদর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফিকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রাথমিক সদস্য পদও স্থগিত করা হয়েছে।’

সদর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দীন বলেন, ‘৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক মো. শাকিলকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা বিএনপি ও যুবদলের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!