রাঙামাটিতে অস্ত্র-গুলিসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙামাটি জেলার কোতোয়ালী থানা এলাকায় অস্ত্র ও গুলিসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলের গুলি ও ৫ রাউন্ড শটগানের গুলিসহ ১০৯ টি সীসাবল উদ্ধার করা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে ভেদভেদী পশ্চিম মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার বন্দুকওয়ালা মৃত মফিজুর রহমানের পুত্র মোহাম্মদ হোসেন (৫৪)।

অপরজন হলেন, ককক্সবাজার সদর থানার খুরুশকুল এলাকার মনুপাড়ার মুত কালা মিয়ার পুত্র মমতাজ আহমেদ (৬০)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারি পুলিশ সুপার মাহামুদুল হাসান মামুন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলের গুলি ও ৫ রাউন্ড শটগানের গুলিসহ ১০৯ টি সীসাবল উদ্ধার করা হয়।

দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

মুআ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!