রাঙামাটিতে অসহায়দের শীতবস্ত্র ও সেলাই মেশিন দিলো সেনাবাহিনী

রাঙামাটি রিজিয়নের উদ্যোগে স্থানীয় অসহায় জনসাধারণের মাঝে সেলাই মেশিন, আর্থিক অনুদান, ঢেউ টিন এবং শীতবন্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে রাঙামাটি রিজিয়নের আওতাধীন অসহায় দুস্থ পাহাড়ি-বাঙালিদের রিজিয়ন কমান্ডার রাঙামাটি রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এসব সহায়তা ও আর্থিক অনুদান দেন।

এই সময় ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে দেশকে সামনে এগিয়ে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজ আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এই ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয় নিশ্চিতে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যাণে পাশে থাকতে বদ্ধপরিকর।

এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এতে আরও উপস্থিত ছিলেন ব্রিগেড মেজর মো. খায়রুল হাসান, মেজর পারভেজ রহমানসহ সংশ্লিষ্টরা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!