রাউজান মিথ্যা স্বাক্ষী দেয়ার অপরাধে এক ব্যক্তি দন্ডিত

রাউজান প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজান সিনিয়র সহকারী জজ আদালতে মিথ্যা স্বাক্ষী দেয়ার অপরাধে বখতিয়ার চৌধুরী (৫২) নামের এক ব্যক্তিকে দশহাজার টাকা দন্ডপ্রদান করা হয়েছে।

page-family

আজ মঙ্গলবার পৌনে একটার দিকে রাউজান সিনিয়র সহকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজ মো. জহির উদ্দিন এ দন্ড প্রদান করেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর জাহান বেগমের সাথে একই এলাকার ইউনুছ আকবরের সাথে সম্পত্তি বিরোধের একটি মামলা সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন রয়েছে। সে মামলার পূর্বনির্ধারিত সময় অনুযায়ী স্বাক্ষী নেয়ার তারিখ ছিল আজ মঙ্গলবার।

 

এ মামলায় ইউনুছ আকবরের পক্ষে স্বাক্ষী দিতে আসেন পাশ্ববর্তি উপজেলা রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার মৃত আবদুল মালেক চৌধুরী ছেলে বখতিয়ার চৌধুরী। মিথ্যা স্বাক্ষী দেয়ার বিষয়টি ধরা পড়ে যায় আদালতের কাছে।

 

এ অপরাধে বখতিয়ার চৌধুরীকে সিনিয়র সহকারী জজ মো. জহির উদ্দিন দশহাজার টাকা দন্ড প্রদান করেন এবং অনাদায়ে সাতদিনের কারাদন্ড প্রদান করার আদেশ দেন।

রিপোর্ট : জয়নাল আবেদীন, রাউজান :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!