হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরিচালনা কমিটি গঠিত

হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরিচালনা কমিটি গঠিত 1দেশের বহুলপ্রচলিত জনপ্রিয় অন্যতম বেসরকারী বৃত্তি শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি-২০১৮ইং এর সফল আয়োজনের লক্ষ্যে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাউজান উপজেলা দক্ষিণ জোনের বৃত্তি পরিচালনা কমিটি গত ৩১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় নোয়াপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে গঠিত হয়।

সংগঠনের সকল উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের সর্বসম্মতি ক্রমে মুহাম্মদ আব্দুল্লাহ আল রোমান কে পরিচালক, মুহাম্মদ রবিউল হোসাইন সুমনকে সচিব ও মুহাম্মদ জয়নাল আবেদীন জাবেদকে অর্থ-সচিব করে ২৭ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য ২০০৪ সাল থেকে দক্ষিণ রাউজানের প্রত্যেক শিক্ষা প্রতিষ্টানের সহযোগিতায় দুইটি কেন্দ্রে ২য় শ্রেনী থেকে ৮ম শ্রেনী পর্যন্ত স্কুল ও মাদ্রাসা পর্যায়ে এই বৃত্তি পরিক্ষা সফলতার সাথে অনুষ্টিত হয়ে আসছে। এবারও ১লা অক্টোবর থেকে সকল শিক্ষা প্রতিষ্টানে ফরম পাওয়া যাবে।

আগামী ১৪ ডিসেম্বর সারাদেশে প্রতিবছরের ন্যায় এবারও একযোগে এই পরীক্ষা অনুষ্টিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!