রাউজানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ২৫

উদ্ধার কাজের ধীরগতিতে বাড়তে পারে হতাহতের সংখ্যা

রাউজান উপজেলার পাহাড়তলীতে রাউজান পিংক সিটি সংলগ্ন বদুপাড়ায় শহর থেকে আসা বাস উল্টে ২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মহলিা রয়েছে। তার নাম জাহানারা বেগম। তার স্বামীর নাম মালেক। তিনি রাঙ্গুনিয়ার শিলক ৯নং ওয়ার্ডের বাসিন্দা। অপরজন হলেন-রাঙ্গুনিয়ার ইমাম।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে আহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনায় পতিত গাড়ির নাম্বার চট্টগ্রাম-জ ৬০।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উল্টে যাওয়া গাড়ির ভেতরে এখনও ১৫ থেকে ২০ জন যাত্রী আটকা পড়ে আছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, রাউজানের পাহাড়তলী বাজারের পাশে পিংক সিটি ২ সংলগ্ন এলাকায় একটা যাত্রীবাহী বাস উল্টে যায়। আমাদের কাছে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুই জনের কথা জানতে পেরেছি। গাড়ির নিচেও চাপা থাকতে পারে ১৫-২০ জন। ঘটনাস্থলে গেলেই বাকিটা বলতে পারবো। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। গাড়িটা এখনও উঠানো সম্ভব হয়নি।

রাউজানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ২৫ 1

ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার জানান, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের গাড়ি স্পটে কাজ করছে। আমরা সংবাদ পেয়েছি ঘটনাস্থলে দুইজন মারা গেছে। বিস্তারিত এখনও জানা যায়নি। উদ্ধার কাজ শেষ হলে বাকিটা বলা যাবে। তবে আহতের সংখ্যা বাড়তে পারে।

আমাদের উত্তর চট্টগ্রাম প্রতিনিধি মোস্তফা জাহেদ জানান, বেলা ১২ টা ৩০ মিনিটে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে একটি ক্রেন আনা হয়েছে। এখনো গাড়িতে বেশ কয়েকজন আহত যাত্রী আটকে রয়েছে। তবে ধীর গতিতে চলছে উদ্ধার কাজ। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এসআর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!