রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাউজানের গহিরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সাঁতার না জানার কারণে ওই শিশুর মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত শিশুর নাম মো. তানিম (১১)। তানিম উপজেলার গহিরা গহিরা এ.জে.ওয়াই (বহুমুখী) উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

জানা গেছে, নিহত তানিম তার নানার বাড়ি গহিরার আলি চৌধুরী বাড়িতে থেকে পড়াশোনা করত। স্কুলে শনিবার (২৯ জুন) তার অর্ধ-বার্ষিক পরীক্ষা ছিল। পরীক্ষা কেন্দ্রে যাবার আগে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পুকুরে গিয়ে না ফেরায় বাড়িতে সবাই চিন্তিত হয়ে পড়ে। শেষে বাড়ির লোকজন পানিতে নেমে খুঁজতে গেলে পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে প্রথমে গহিরা জে. কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সবাই এলাকায় শোক নেমে আসে।

উল্লেখ্য, নিহত তামিম গহিরা দলই নগরের পোতন মিস্ত্রির বাড়ির মো. জমির ও জেনি আক্তারের একমাত্র পুত্র সন্তান।


এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!