রাউজানে পাঁঠা বলির সময় খড়গে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন যুবকের

চট্টগ্রামের রাউজানে পাঁঠা বলির সময় খড়গে (রাম দা) পড়ে আদিনাথ দে (৩০) নামের এক যুবকের বাম হাতের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোয়েপাড়ায় রোববার ১২টার দিকে মনসা পূজা উপলক্ষে ব্রাহ্মণ খড়গ দিয়ে পাঁঠা বলি দিতে যান। এ সময় ওপরে থাকা ইলেকট্রিক তারে লাগলে খড়গটি পাঁঠা চেপে ধরা আদিনাথের বাম হাতের ওপর পড়ে। এতে হাত কেটে গেলে বাম হাতের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদিনাথ দের বড় ভাই বিশু দে। তিনি বলেন, আদিনাথ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া বলেন, মনসা পূজায় ব্রাহ্মণ পাঁঠা বলিদানের সময় উপরে থাকা তারের সঙ্গে খড়গটি লেগে স্থানীয় আদিনাথ নামের এক যুবকের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!