রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহবান আল্লামা শফীর

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সরকার এবং ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

রোববার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

আল্লামা শাহ আহমদ শফী বলেন, পবিত্র রমজান মাসে ইবাদত-বন্দেগী করাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদির মূল্য নিয়ন্ত্রণ এবং সহনীয় পর্যায়ে রাখুন।

সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক অসাধু ব্যবসায়ী আছেন, যারা নিম্নমানের পণ্যদ্রব্য এবং ভেজাল খাদ্য সরবরাহ করে মানুষের দুর্বলতার সুযোগে পুঁজিপতি হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন, তাদের চিহ্নিত করুন।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পবিত্র মাহে রমজান এবং রোজাদারদের সম্মানে যথাসম্ভব নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য স্বল্পমূল্যে বিক্রি করার চেষ্টা করুন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!