রমজানের শুরুতেই সীতাকুণ্ডে নিত্যপণ্যের বাজারে আগুন

সীতাকুণ্ডে রমজানকে সামনে রেখে খাদ্যপণ্যের দাম বেড়েছে সীমাহীন। প্রতিদিনই বাড়ছে মাছ, মাংস ও সবজির দাম। এতে ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ।

সোমবার (৬ মে) বিকেল ভাটিয়ারী উত্তর বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। ৪০ টাকার নিচে কোনো সবজি নেই।

সবজি বিক্রেতা শফিকুর রহমান জানান, কাঁচা শাকবজির দাম সব সময়ই ওঠানামা করে। কিন্তু রোজা শুরুর সপ্তাহখানেক আগে সবজির বাজারে যেন আগুন লেগেছে। প্রতিদিনই বাড়তি দামে কিনতে হচ্ছে সবজি। আমরা তো খুচরা বিক্রেতা। যেমন দামে কিনি তেমন বিক্রি করতে হয়।

সবজির মধ্যে পটল ৭০ টাকা, করল্লা ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বেগুন ৭০ টাকা ও ঢেড়শ ৪০ টাকা ও কাচা মরিচ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দামও রমজানের শুরুতেই বেড়ে গেছে বলে জানান মাছ বিক্রেতারা।

উপজেলার ভাটিয়ারী উত্তর বাজারে এক কেজি চিরিং মাছ দাম ৭০০ টাকা, অথচ চিরিং মাছ এক সপ্তাহ আগেও প্রতি কেজি ৫শ থেকে সাড়ে ৫শ টাকা কমে পাওয়া গেছে। বড় সাইজের তাজা দেশি রুই কেজি প্রতি ৩০০ টাকা, ছোট সাইজের ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

দুই থেকে চার কেজি ওজনের কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। চিংড়ি মাছ বড় ৫০০ টাকা, বাগদা চিংড়ি বড় সাইজ ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রজেক্টের কই মাছের দামও কেজি প্রতি ২০ টাকা বেড়েছে। আগে ১৮০ টাকার কই এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাঙ্গাস ১২০ থেকে ১৫০ টাকা।

গরু ও মহিষের মাংস কেজি প্রতি ৫৫০ থেকে ৬০০ টাকা ও ছাগলের মাংস ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি ক্রেতা নাজিম উদ্দীন বলেন, রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের দাম অনেকাংশে বেড়ে গেছে। প্রতি বছর রোজা আসলে এমনই হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!