রমজানজুড়ে ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি হচ্ছে মেট্রোপলিটন চেম্বারে

চাল প্রতি কেজি ২৫ টাকা, চিনি প্রতি কেজি ৪০ টাকা এবং ভোজ্য তেল প্রতি লিটার ৭০ টাকা দরে বিক্রি করছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই)। পুরো রমজান মাসে বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ বিক্রয় চলে।একজন ব্যক্তি সর্বোচ্চ দুই কেজি চিনি, পাঁচ কেজি চাল এবং এক লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

রমজান উপলক্ষে গরীব ও দুস্থ মানুষের জন্য ভর্তুকি মূল্যে বৃহস্পতিাবর (১৬ মে) সকালে আগ্রাবাদের চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার কার্যালয়ের সামনে ভোগ্যপণ্য বিক্রয়ের এ কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোশেনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এই কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান, ভাইস-প্রেসিডেন্ট এএম মাহবুব চৌধুরী,পরিচালক লিয়াকত আলী চৌধুরী,মো. জসিম উদ্দিন চৌধুরী এবং ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন উপস্থিত ছিলেন।

নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে প্রতি রমজানে এ ধরনের ভালো কাজের আয়োজন করায় মেট্রোপলিটন চেম্বারকে ধন্যবাদ জানান মেয়র আ জ ম নাছির। ভবিষ্যতেও এ কার্যক্রম চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্বাগত বক্তব্যে খলিলুর রহমান বলেন,‘সিএমসিসিআই একটি বাণিজ্যিক সংগঠন।সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে সাধারণ মানুষের জন্য প্রতি বছরের মতো এবারও ভর্তুকি মূল্যের বিক্রয়কেন্দ্র চালু করতে যাচ্ছি বলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!