রংপুরের বিপক্ষে ফিরছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ

চট্টগ্রামের তৃতীয় ম্যাচ শনিবার দুপুরে

বঙ্গবন্ধু বিপিএলে এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথমটিতে সিলেটের বিপক্ষে দাপুটে জয় পেলেও পরের ম্যাচে খুলনার বিপক্ষে বেশ নড়বড়ে মনে হয় চট্টগ্রামকে। যদিও চোট সমস্যার কারণে দুটির একটিতেও অধিনায়ক মাহমুদউল্লাহকে পায়নি তারা। অবশেষে চোট কাটিয়ে উঠেছেন মাহমুদউল্লাহ। শনিবার রংপুর রেঞ্জার্সের মধ্যকার ম্যাচ দিয়েই অধিনায়ককে পাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মাহমুদউল্লাহর ফেরার ব্যাপারটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত। শুক্রবার সাংবাদিকদের সামনে চট্টগ্রামের ম্যানেজার বলেন, ‘মাহমুদউল্লাহ এখন অনেক ভালো। ফিটনেস টেস্টে সে ফিট। আমরা ফিটনেস রেজাল্ট পেয়েছি। তিনি আগামীকালকের (শনিবার) ম্যাচে খেলবেন। আমরা অধিনায়ককে কাল পাচ্ছি। এটা আমাদের জন্য বেশ ভালো খবর।’

ভারতের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনের দিবারাত্রির টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন মাহমুদউল্লাহ। ফিজিওর তাৎক্ষণিক সেবা নিয়ে কিছুক্ষণ চেষ্টা করার পর মাঠের বাইরে চলে যান তিনি। দ্বিতীয় ইনিংসতো বটেই এরপর আর ব্যাট হাতে নামা হয়নি তাঁর। চোট কাটিয়ে উঠার জন্য বিশ্রামে ছিলেন তিনি, তবে বিপিএলকে কেন্দ্র করে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করছিলেন তিনি।

অবশেষে দুই ম্যাচ প্রতীক্ষার পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফিরে পাচ্ছে তাদের অধিনায়ককে। রংপুর রেঞ্জার্সের বিপক্ষে শনিবার দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। অধিনায়ক মাহমুদুল্লাহ দ্বিতীয় ম্যাচে খুলনার কাছে হার দেখা চট্টগ্রামকে জয়ের পথে ফেরাতে পারেন কিনা সেটিই এখন দেখার বিষয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!