যুব সমাজকে সংগঠিত করে যুব শক্তিতে পরিণত করার আহ্বান

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হালিশহরে আলোচনা সভা

দেশের অন্যান্যস্থানের মতো চট্টগ্রামেও ব্যাপক আয়োজনে উদযাপিত হয়েছে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্বতক অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটির বিভিন্ন শাখা।

আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হালিশহরে এক আলোচনা সভা বৃহষ্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোহাম্মদ আরিফুর রহমান এতে সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তারা বলেছেন, যুব সমাজকে সংগঠিত করে যুব শক্তিতে পরিণত করতে হবে। যে স্বপ্ন নিয়ে যুবলীগের পথচলা শুরু হয়েছিল সেই স্পৃহাকে কাজে লাগিয়ে সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় যুবলীগ নেতা কর্মীদের ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ সভাপতি অহিদুল আমীন, ১১ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী,পাহাড়তলী থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক হানিফুল ইসলাম, ইউনিট সভাপতি এমদাদুল হল ভুঁইয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোহাম্মদ বেলাল মিয়া, বাবলু দাশ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ জালাল উদ্দীন, মোহাম্মদ শামীম, কলিম উল্যাহ, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রুবেল, অনিক মজুমদার,অনিক রায়,রবিন, সৌরভ দত্ত,বিজয় বড়ুয়া, রাকিব, ফয়সাল, হৃদয়, হায়দার প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১১ নভেম্বর বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠা করেন।

গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

এআরটি/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!