যুবলীগ নেতা হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার সীতাকুণ্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবলীগ নেতা দাঊদ সম্রাট হত্যা মামলার পলাতক আসামি মো. নূর মোস্তফা শিমুলকে গ্রেফতার করা হয়েছে।

শিমুল ফেনী-চট্টগ্রাম মহাসড়কে পাঁচটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

রোববার (২৪ এপ্রিল) রাতে নগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে সোমবার (২৫ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শিমুলকে পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে দাঊদ সম্রাট হত্যা মামলাসহ বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে।’

জানা যায়, ২০১৮ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবলীগ নেতা দাঊদ সম্রাটকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু সম্রাটকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় সম্রাটের মা জেবুন্নেসা বাদী হয়ে সীতাকুন্ড থানায় ১৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!