যুবলীগ নেতা নিখোঁজ খাগড়াছড়িতে, সড়কে বিক্ষোভ ব্যবসায়ীদের

নিখোঁজের পর প্রায় দুইদিন পার হয়ে গেলেও সন্ধান মিলেনি খাগড়াছড়ির যুবলীগ নেতা ও ঠিকাদার মো. ইমান হোসেনের। মানিকছড়ি উপজেলার ৪নং তিনটহরি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমান হোসেন ১ জানুয়ারি রাতে নিজ বাসা থেকে নিখোঁজ হন।

এদিকে ৪৮ ঘণ্টায়ও ইমান হোসেনকে উদ্ধার করতে না পারায় সোমবার (৩ জানুয়ারি) সকালে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

এ সময় ব্যবসায়ীরা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

জানা গেছে, সাবেক ইউপি সদস্য মো. রমিজ মিয়ার জ্যেষ্ঠ ছেলে মো. ইমান হোসেন (২৮) ১ জানুয়ারি রাতে নিখোঁজ হন। পরদিন রোববার সকালে বাড়ির পেছনের জঙ্গল থেকে ইমনের ব্যবহৃত মোটর সাইকেল ও কিছু আলামত উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী।

এ ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সোমবার রাত ১০টা পর্যন্ত আইনশৃংখলা বাহিনী অপহৃত ইমানকে উদ্ধার করতে পারেনি।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম বলেন, যুবলীগ নেতা নিখোঁজের পর মৌখিক খবর পেয়েই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মিলেনি। এই বিষয়ে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!