যুবলীগ কর্মীকে ডেকে নিয়ে পেটালেন কাউন্সিলর গিয়াস ও তার অনুসারীরা

মামলা নেয়নি পাঁচলাইশ থানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিনের বিরুদ্ধে যুবলীগের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। কাউন্সিলরের উপস্থিতিতে তার অনুসারীরা মহিন উদ্দিন নামে ওই যুবলীগ কর্মীকে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ মিলেছে। এমনকি তাকে ছুরি দিয়েও আঘাত করা হয় এ সময়।

গত ১১ নভেম্বর নগরীর গোলপাহাড় মোড়ে ১৪ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিনের বাসার সামনে এই ঘটনা ঘটার পর পর আহত ওই কর্মী থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি বলে জানিয়েছেন মহিন। তবে কাউন্সিলর গিয়াস উদ্দিন বলছেন, মহিন উদ্দিন নামে কাউকে ডেকে মারধর করা তো অনেক পরের কথা, এই নামে কাউকে চেনেনই না তিনি।

নির্যাতনের শিকার মহিন উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত ১১ নভেম্বর রাত আটটার দিকে কাউন্সিলর আমাকে ডেকে পাঠান। আমি উনার বাসার সামনে গেলে সেখানে একটা পাহাড়ে নিয়ে গিয়ে কাউন্সিলর গিয়াস ভাই আমাকে বলেন মহানগর যুবলীগের সদস্য আরিফুল ইসলাম মাসুমের বিরুদ্ধে আমাকে সাক্ষী দিতে হবে যে তিনি চাঁদাবাজি ও সন্ত্রাস করেন। আমি এতে অস্বীকৃতি জানালে কাউন্সিলর আমাকে চড়থাপ্পড় দেন। এ সময় তার সাথে থাকা অনুসারীরাও আমাকে মারধর করেন। আমাকে ছুরি দিয়েও আঘাত করে তারা।’

যুবলীগ কর্মীকে ডেকে নিয়ে পেটালেন কাউন্সিলর গিয়াস ও তার অনুসারীরা 1

এই ঘটনায় আহত অবস্থাতেই মামলা করতে নগরীর পাঁচলাইশ থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি জানিয়ে মহিন বলেন, ‘আমি মামলা করতে গেলে ওসি সাহেব বলেন যে আমার আগে চিকিৎসা নেওয়া দরকার। মামলার বিষয়ে উনার ওপরে কথা বলতে হবে। এ সময় তিনি এসআই জাহাঙ্গীরকে বলেন আমাকে হাসপাতাল পৌঁছে দিতে।’

আহত মহিনকে হাসপাতালে পৌঁছে দেওয়ার কথা নিশ্চিত করে পাঁচলাইশ থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমাকে সেকেন্ড অফিসার স্যার ডেকে বলেছেন মহিনকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আসতে। আমি গিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করিয়ে দিই। এর আগে-পরের কিছু আমি জানি না।’

এদিকে এই বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর গিয়াস উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি তো মহিন উদ্দিন নামে কাউকে চিনিই না। তাকে কেন ডেকে এনে মারধর করতে যাবো আমি? সে কে?’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টা ঠিক মনে করতে পারছি না। খোঁজখবর নিয়ে বলতে হবে।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!