যুবলীগের ৪৮তম পদার্পণ, যুব নেতা দেবাশীষ পাল দেবুর ভিন্ন উদ্যোগ

আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সমাজ সেবক দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গরীব দুস্থদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

বুধবার (১১ নভেম্বর) নগরীর প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে যুবলীগ নেতা মো. ইসমাইল এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা প্রফেসর নুরুন্নবী পারভেজ এর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য দেবাশীষ পাল দেবু বলেন, ‘জনগণের পাশে থেকে জন চিত্ত জয় করেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুবলীগ কর্মীদের নিরন্তর প্রয়াস চলমান রাখতে হবে। করোনাকালে চট্টগ্রামের প্রতিটি এলাকায় মানবিক সহায়তা ও ফ্রি চিকিৎসা ক্যাম্প নিয়ে জনগণের দোরগোড়ায় যুবলীগ কর্মীদের উপস্থিতির মতো ভবিষ্যতেও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে যুবসমাজকে সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে। এলাকায় এলাকায় গুজব ছড়িয়ে সাম্প্রদায়িকতা – অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে সামাজিক রাজনৈতিক প্রতিরোধ আন্দোলনে যুবলীগের কর্মীদের সদা সতর্ক থাকার বিকল্প নেই। গত চার যুগ ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত যুবলীগের কর্মীদের উঁচু সামাজিক – রাজনৈতিক – সাংষ্কৃতিক মান অর্জনে মানবতার ডাকে সাড়া দিয়ে পথ চলার মাধম্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও যুবলীগ প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি’র যুবলীগ প্রতিষ্ঠার স্বপ্ন সফল করার কাজ এগিয়ে নিতে হবে।’
যুবলীগের ৪৮তম পদার্পণ, যুব নেতা দেবাশীষ পাল দেবুর ভিন্ন উদ্যোগ 1
পরে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগ এর প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, বন্দর সিবিএ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, ওয়াহিদ মুরাদ রাসেল, আনিফুর রহমান লিটু, মাে. ইউনুস, মাে.মঈন উদ্দীন, মারুফ আহমেদ ছিদ্দিকী, লােকমান হােসেন, নুর ইসলাম রনেল, মাে.ইমতিয়াজ বাবলা, রায়হান নেওয়াজ সজিব, মাে.ইকবাল হােসেন, এম. রাশেদ চৌধুরী, জাহিদ হােসেন খােকন, সালাউদ্দীন বাবর, হাবিব মিঞা, সাজ্জাদ আলী জুয়েল, ফরহাদ আব্দুল্লাহ, কাজী আরিফ, মাে. কায়সার, মনিরুল হক, জহির রায়হান, রতন দাশ, আব্দুর রহিম বাদশাহ, মাে.জুয়েল, যুবয়ের হােসেন অভি, মাে.আরমান, সজিবুল ইসলাম সজিব, আবু নাছের জুয়েল, মাে. নঈম উদ্দীন, জিঙ্কর বাবু, ইমরান সামি, ইলিয়াস সিকদার, এমরান হােসেন, ফারুখ হােসেন সুমন, সাদ্দাম হােসেন জয়, সাজ্জাদ, রমজান আলী, নূর এলাহী সানি, মাে. শােয়েব, নুর ইসলাম রিয়াদ, মাে.শামীম উদ্দীন, মাইনুল হাসান, বেলাল, শাহাজাহন বাপ্পি, মিন্টু, সানি, জনি, আলীনুর, সায়মন, আরাফাত, আল আমিন, জুয়েল, লিটন, শুভ, রুহুল আমিন, মােবারক, ইব্রাহিম খলিল সাদ্দাম, আলি, মাে.নাইম, মাে. ইলিয়াছ সিকদার, জয় রাম, অন্তু দাশ, আবদুর জব্বার জনি, সাদ্দাম, রাগিব, আবদুল আওয়াল মুলা, শুভ, জিয়া, রাশেদ, জাবেদ, সাজ্জাদ হােসেন, সাইফুদ্দিন সাইফু, ইমরান, ইমন, জনি, অমিত, শুভ, মামুন, সাগর, দেলােয়ার, জাহাঙ্গির, কামাল, তন্ময়, রনি, স্বপন, বিকাশ প্রমুখ।

এএন

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!