যানজট নিরসনে ৩৮ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে

 

parliament_js_wikimedia_72404

রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় যানজট নিরসনে হযরত শাহাজালাল বিমান বন্দর হতে আশুলিয়া সড়কের পাশ দিয়ে চন্দ্রা পর্যন্ত প্রায় ৩৮ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে সরকারের পরিকল্পনার কথা সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

জাতীয় সংসদে বৃহস্পতিবার বৈঠকের টেবিলে উত্থাপিত এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, ১৩ হাজার ৬৫৩ কোটি ৭০ লাখ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। জি-টু-জি ভিত্তিতে এটি নির্মাণে চায়না ন্যাশনাল মেশিনারী ইম্পোর্ট এণ্ড এক্সপোর্ট করপোরেশনের সঙ্গে গত ২২ জানুয়ারি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নেগোসিয়েশনের মাধ্যমে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে যথাসময়ে এ এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু ও বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা করা যায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!