ম্যান সিটির বড় জয়ের দিনে পয়েন্ট হারাল চেলসি-ম্যানইউ

ঘরের মাঠে ব্রাইটনকে পাত্তাই দেয়নি সর্বশেষ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরোর জোড়া গোলে পেপ গার্দিওয়ালের দল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। তবে ল্যাম্পার্ডের চেলসি শেষ সময়ে গোল খেয়ে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে। ঘরের মাঠে ২-২ গোলের সমতা করেছে তারা। শনিবার দিনের আগের ম্যাচে ১-১ গোলের সমতা করে ম্যানচেস্টার ইউনাইটেডও।

ম্যানসিটি ম্যাচের শুরুতেই কেভিন ডি ব্রুইনির গোলে এগিয়ে যায়। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুন করেন আর্জেন্টিনা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আগুয়েরো। দল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ব্রাইটনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডেভিড সিলভা। ম্যাচের ৭৯ মিনিটে গোল করেন তিনি। দলের বড় জয় নিশ্চিত করেন।

অন্যদিকে স্টামফোর্ড ব্রিজে দুর্দান্ত শুরু করে চেলসি। ট্যামি আব্রাহামের গোলে ২-০ গোলের লিড নেয় ব্লুজরা। ম্যাচের ১৯ ও ৪৩ মিনিটে গোল করেন ইংলিশ স্ট্রাইকার। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় শেফিল্ড। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে এক গোল শোধ দেয় শেফিল্ড। এরপর ম্যাচের শেষ সময়ে চেলসি ফুটবলার জুমার আত্মঘাতী গোলে ২-২ গোলের সমতা পায় তারা। চেলসির মাঠ থেকে পেয়ে যায় এক গুরুত্বপূর্ণ পয়েন্ট।

ম্যানসিটির বড় জয়ের দিনে ভক্তদের হতাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সাউদাম্পটনের বিপক্ষে তারা ১-১ গোলে সমতা করেছে। পয়েন্ট হারিয়েছে তারাও। পয়েন্ট হারানোর চেলসির মতো আক্ষেপ করার কথা ম্যানইউও। প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে নামা ম্যানইউ প্রতিপক্ষ সাউদাম্পটরে ১০ জনের দলের বিপক্ষেও জিততে পারেনি। তবে লেস্টার সিটি ৩-১ গোলের বড় জয় পেয়েছে বোর্নামাউথের বিপক্ষে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!