মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠাতার স্ত্রী আর নেই

চট্টগ্রামভিত্তিক বাংলাদেশের অন্যতম কর্পোরেট প্রতিষ্ঠান মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের স্ত্রী মোস্তফা বেগম সোমবার (১ জুলাই) দুপুর ১টা ১০মিনিটে ঢাকায় এপোলো হাসপাতালে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০বছর। মৃত্যুকালে তিনি সাত পুত্র, চার কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান।

মোস্তফা গ্রুপের পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমার (মোস্তফা খাতুন) প্রথম নামাজে জানাজা মঙ্গলবার (২ জুলাই) সকাল দশটায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন লোহাগাড়া উপজেলায় মোস্তফা খাতুন গালর্স হাই স্কুল সংলগ্ন শাহ পীর ময়দানে বাদে আসর মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজনসহ আগ্রহী সকল ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, মোস্তফা গ্রুপ ৬৫ বছরের ব্যবসা পরিচালনা করার অভিজ্ঞ সমৃদ্ধ একটি শিল্প গ্রুপ। এ গ্রুপের ভোজ্য তেল বিপনন, রি-রোলিং মিল, চা, পরিবহন, পেপার মিল, শিপিং লাইনস, জাহাজ ভাঙ্গা ব্যবসায়সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!