মোশাররফ এখন বলছেন বিদ্রোহী প্রার্থী নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ হচ্ছে

চট্টগ্রাম সিটির ভোট

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী নিয়ে আওয়ামী লীগের অবস্থান ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা বলছেন, কাউন্সিলর নির্বাচনে দল মাথা ঘামাবে না— এই ধরনের কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। বরং বিদ্রোহী কাউন্সিলরদের বিষয়ে আগের মতোই ‘কঠোর অবস্থানের’ কথা বলছেন দলটির নেতারা।

এর আগে শুক্রবার (১ জানুয়ারি) রাতে চসিক নির্বাচন ইস্যুতে চট্টগ্রাম সার্কিট হাউজে আওয়ামী লীগের সাংসদ ও জ্যেষ্ঠ নেতারা একটি বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের পক্ষে চসিক নির্বাচন সমন্বয়কারী ও দলটির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। দলীয় প্রার্থী আছে। অন্যরা নিজস্ব প্রার্থী।’

নির্বাচনের শুরু থেকেই ‘বিদ্রোহী’ প্রার্থীরাও এই একই দাবি করে আসছিলেন। দলের পক্ষ থেকে তাদের বিদ্রোহী হিসেবে চিহ্নিত করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলে হলেও তারা বলছিলেন তারা বিদ্রোহী নন, স্বতন্ত্র প্রার্থী।

শুক্রবার রাতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এই কথা বলার পর অনেকেই ভাবতে শুরু করছিলেন কাউন্সিলর নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অবস্থান পরিবর্তিত হয়েছে। তবে এই আলোচনাকে নাকচ করে দিয়ে এই বিষয়ে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে বলে জানিয়েছেন খোদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজেই।

আসলে এমন কিছু হয়েছে কিনা এই বিষয়ে জানতে ওই সভায় উপস্থিত একাধিক নেতার সাথে যোগাযোগ করা হয় চট্টগ্রাম প্রতিদিনের পক্ষ থেকে। এই বিষয়ে জানতে চাইলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘দল কাউন্সিলর পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে। মাথা ঘামাবে না কেন? এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে।’

তিনি বলেন, ‘আমি বলেছি যারা দলের সিদ্ধান্তের বাইরে দাঁড়িয়েছে, তারা নিজস্ব প্রার্থী। মানে তাদের দায়দায়িত্ব তাদের। আমি তো এটাও বলেছি যে আমাদের দলীয় প্রার্থী আছে।’

পুরো বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে অভিহিত করে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং। কাউন্সিলর নির্বাচন নিয়ে আমাদের অবস্থান আগেই বলা হয়েছে। দলীয় প্রার্থী যারা আছে তাদের জয়ী করতে দলের নেতাকর্মীদের কাজ করতে হবে।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কাউন্সিলর বিষয়ে দল মাথা ঘামাবে না—এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!