মোরশেদ খানের মনোনয়ন ফরম কিনে বেকায়দায় বিএনপি নেতা

বিএনপি থেকে পদত্যাগী এম মোরশেদ খানের জন্য চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনের মনোনয়ন ফরম নিয়ে বেকায়দায় পড়েছেন চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন খান। দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর জন্য মনোনয়ন ফরম নেওয়ার বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে। ৯ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তর) রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

এরআগে রোববার মোরশেদ খানের হয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেন শরীফ খান। এমনকি সাংবাদিকদের কাছে মোরশেদ খানের মনোনয়নের পক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্যও দেন।

নোটিশে বলা হয়, আপনি চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনে একজন ব্যক্তির হয়ে মনোনয়ন ফরম নিয়েছেন। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনস্থ দলের ভারপ্রাপ্ত সভাপতির কাছে কৈপিয়ত দিতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!