মোবাইল ডিভাইস কিনতে অক্ষম শিক্ষার্থীদের তালিকা চাইলো চবি কর্তৃপক্ষ

করোনা পরিস্থিতিতে ঘরে বসে অনলাইন ক্লাসে যুক্ত হতে ডিভাইস (এন্ড্রয়েড মোবাইল ফোন) কিনতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। আগামী শনিবারের (২৯ আগস্ট) মধ্যেই বিভাগীয় সভাপতিদের নিকট আবেদন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) আমাদের কাছে অনলাইন ক্লাসে যুক্ত হতে ডিভাইস ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছে। তাই আমরা বিভাগীয় সভাপতিদের অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছি। তালিকা প্রণয়ন হলে আমরা তা ইউজিসিতে পাঠিয়ে দিব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইউজিসি ডিভাইস কিনে দিবে নাকি কিনতে টাকা দিবে সে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত নয়। এ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত কী তা ইউজিসিই জানবে।’

প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসের কারণে দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারণে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে নির্দেশনা দিয়েছে ইউজিসি। এ অবস্থায় সার্বিক অবস্থা বিবেচনা করে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত আগামী ৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষাকার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এমআইটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!