মোবাইলে সখ্যতার পর বাসায় এনে ফাঁদ পাতে হাটহাজারীর ৩ নারী, আটক ৫

প্রতারক চক্রের নারীরা প্রথমে মোবাইল ফোনে অচেনা পুরুষের সাথে সখ্যতা গড়ে পরে তাদের কৌশলে বাসায় নিয়ে আসে। বাসায় আনতে পারলে উলঙ্গ ছবি তুলে সেটা প্রকাশ করার ভয় দেখিয়ে টাকা পয়সা ও মোবাইল হাতিয়ে নেয়। এছাড়াও আপত্তিকর ছবি নিয়ে জিম্মি করে মোটা অংকের টাকাও দাবি করে তারা।

মঙ্গলবার (৪ আগস্ট) হাটহাজারী পৌরসভার মেডিকেল গেট এলাকা থেকে অসামাজিক কাজের দায়ে ৩ জন নারী ও ২ জন পুরুষকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ।

আটকৃতরা হলেন, মো. মুন্না (২২), মো. সাহেদ(১৮), রীমা আকতার (৩৫), নাছিমা আকতার(২৫), শাহিন আকতার (২৬)

জানা গেছে, হাটহাজারী থানার নাকের ডগায় বসে নারী প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ফাঁদে ফেলে মানুষকে জিম্মি করে তাদের সর্বস্ব কেড়ে নিত। থানা পুলিশ না জানলেও ৯৯৯ কল করে প্রতারকদের পুলিশে ধরিয়ে দিল সাধারণ মানুষ।

অভিযোগ সূত্রে জানা যায়, এক নারীর সাথে যুবকের দুদিনের পরিচয়ের পর তাকে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেট এলাকার বাসায় ডেকে আনে। রুমে আসার পরেই কয়েকজন লোক এসে যুবকটিকে জিম্মি করে তার কাছ থেকে ১৯ হাজার টাকা ও ১ টি মোবাইল ছিনিয়ে নেয়। ওই যুবক বিষয়টি জানালে উপস্থিত মানুষ ৯৯৯-এ কল করলে চক্রের ৫ জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!