মোগলটুলিতে বাহাদুর গ্রুপের হামলায় কাদেরের ৫ সমর্থক আহত

চট্টগ্রাম নগরের ২৮ নম্বর মোগলটুলি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের ক্যাডারদের হামলায় ছাত্রলীগ-যুবলীগের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমান কাউন্সিলর আব্দুল কাদেরের সর্মথক।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সোয়া ৪টায় নগরীর সদরঘাট বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা সবাই ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদেরের সমর্থক।

স্থানীয়রা জানান, হামলার শিকার নেতাকর্মীরা তখন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের উপস্থিতিতে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। তখন গাড়ি বহরে রেজাউল করিমের সাথে ছিলেন নগর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী।

হামলায় ২৮ নম্বর মোগলটুলি ওয়ার্ড যুবলীগের সহসভাপতি বাবুল দাশ তনয় মাথায় আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যান্যদের মধ্যে ২৮ নম্বর মোগলটুলি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, নগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ২৮ নম্বর মোগলটুলি ওয়ার্ড সভাপতি আব্দুল গনি রিপনসহ ৫ জন আহত হন।

বিষয়টি স্বীকার করে নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমরা পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী ২৮ নম্বর মোগলটুলিতে প্রচারণায় গিয়েছিলাম। এক পর্যায়ে ভুল বোঝাবুঝিতে নিজেদের মধ্যে ঝামেলা হয়।

প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্রলীগ কর্মী জানান, মোগলটুলী এলাকার ত্রাস ও আ জ ম নাছির গ্রুপের ক্যাডার মোস্তাফা কামাল টিপু তার সহযোগী মাহমুদ জুয়েল, ইয়াবা জাকু, বিল্টুসহ ৮/১০ সন্ত্রাসী এই হামলা চালায়। এরা সবাই মোগলটুলি থেকে কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক হয়ে কাজ করছে।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আহমেদ আব্দুর রহীমের সন্ধান পাওয়া যায়নি।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!