মৈনাক পাহাড়ের চূড়ায় পুণ্যার্থীর ঢল, শিব চতুর্দশী পূজা শুক্রবার

কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দিরে শুরু হচ্ছে শিব চতুদর্শী পূজা ও মেলা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১০ দিন। তবে দর্শন চলবে শুক্রবার বিকেল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত। শিব চতুদর্শী পূজা ও মেলাকে কেন্দ্র করে মহেশখালীর মৈনাক পাহাড়ের পাদদেশে বসবে সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা। শুধু সনাতনী সম্প্রদায় নয়, এ মেলায় আসবেন দেশ-বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের নর-নারীরা। ইতোমধ্যে মেলায় যোগ দিতে দেশ-বিদেশে বিভিন্নস্থান থেকে হাজারও পুণ্যার্থী এসে পৌঁছেছে আদিনাথ মন্দিরে। পূজারি আর পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠবে আদিনাথের মৈনাক পাহাড়ের চূড়া।

এদিকে পূজা ও মেলাকে সুষ্ঠু, সুন্দরভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে মেলা কমিটি এবং প্রশাসনের পক্ষ থেকে।

মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শান্তিলাল নন্দী বলেন, ‘মন্দির ও মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। আশা করি বিগত বছরগুলোর মতো সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পূজা এবং মেলা সম্পন্ন হবে।’

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘মেলা ও পূজায় আগত ভক্ত-দশনার্থীদের সকল ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত আইন শৃংঙ্খলাবাহিনী। যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, অর্ধশতাধিক পুলিশ ও গ্রাম পুলিশ রয়েছে।’

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক বলেন, ‘শিব চর্তুদশী পূজা ও মেলায় আগত ভক্ত-দশনার্থীরা যাতে সুন্দরভাবে পূজা করতে পারেন এবং মেলায় ঘুরতে পারেন সেজন্য সকল ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেলায় প্রথমবারের মতো ২০ হাজার ভক্তের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে।’

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদিনাথ মেলা পরিচালনা কমিটির সভাপতি মো. জামিরুল ইসলাম বলেন, ‘আদিনাথ মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সেবার জন্য স্বেচ্ছাসেবক দলও কাজ করবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!