মেয়ের বিয়েতে নাচ, এমপি নদভী দিলেন হাদিসের রেফারেন্স (ভিডিওসহ)

খতিব জানালেন বিয়েতে নাচার ইতিহাস রাসুলের (সা.) জীবনে নেই

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম আলোচনায় হয়ে উঠেছে মুখর। চলছে পক্ষে-বিপক্ষে মাতামাতি। একটি ভিডিওতে দেখা যায় মঞ্চে নদভী-কন্যা ও নতুন বরকে সামনে রেখে কিছু মেয়ে নাচছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, এমপি নদভী মঞ্চে উঠে নাচের পক্ষে হাদিসের রেফারেন্স দিয়ে বক্তব্য রাখছেন।

এমপি নদভীর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শায় শনিবার (১১ জানুয়ারি) তার মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন হয়। বুধবার (১৫ জানুয়ারি) ফেসবুকে ওই অনুষ্ঠানের কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়।

এমপি নদভীর ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মোহাম্মদ বেলালের ফেসবুক ওয়ালে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে ২ মিনিট ৪২ সেকেন্ডের গানের একটি ভিডিওতে দেখা যায়, ‘সোনা রোদে হাসি দেখে মনে রং লেগেছে ওই আকাশ আমায় কাছে ডেকেছে’ এবং ‘বউ কথা কও ডাকে’ গানের সুরে সুরে শিশু-কিশোর বয়সী মেয়েরা নেচে চলেছে।

সেই নাচ নিয়ে উপস্থিত অতিথিদের মধ্যে কানাঘুষা শুরু হলে একপর্যায়ে মঞ্চে উঠেন এমপি নদভী। তিনি তার বড় মেয়ে জুমাইনা ও বর সুফিয়ানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগতম জানিয়ে ‘মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ফালইউকরিম দ্বাইফাহু’ হাদিসটি পড়ে শুনিয়ে বলেন, রাসুল (সা.) বলেছেন ‘যিনি আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এর উপর ঈমান রাখেন সে যেন মেহমানের সম্মান করে।’

নদভী বলেন, ‘রাসূলের (সা.) সুন্নত মতে আমরা যে মেহমানদারি করেছি এতে কোন ত্রুটি থাকলে ক্ষমা করবেন। এবং আজকে যে ছোট ছোট শিশুরা একটু নাচছে, নেচে নেচে উনাদেরকে রিসিভ করেছে, আমি আমার ওয়াইফ এবং স্বপন ভাইকে বলেছি, বড় বড় মেয়ে আসতে পারবে না, ছোট ছোট মেয়ে আসবে। স্বপন ভাই এবং আমার ওয়াইফ আমার অনুরোধ রক্ষা করেছেন। ছোট ছোট মেয়েরা আসছে। নেচে নেচে সুফিয়ান এবং জুমাইনাকে ইস্তিক্ববাল (স্বাগত জানানো) করেছেন, রিসিভ জানিয়েছে।’

এরপর সাতকানিয়া-লোহাগাড়ার এই সাংসদ বলেন, ‘ওয়াল জাওয়ারী ইয়ানদুবনা বিদ দাফ’ আমাদের নবীজির আমলে ছোট ছোট মেয়েরা ‘দাফ’ (একদিকে চামড়ার ঢোল) বাজাতো। এভাবে নেচে নেচে ইস্তিক্ববাল করতেন, গান গাইতেন। এটা রাসুলের (সা.) আমালের অনুসরণ এবং সুন্নাত আছে। সেজন্য আমরা বেশি নাজায়েজ কাজ করি নাই। তবলা বাজিয়েছে, কী করবো? মাঝে মাঝে এরকম তো হয়ে যায়, কী করতাম? যাই হোক আপনাদের সবাইকে সুস্বাগতম।’

৯ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওতে তিনি শেষ ৪ মিনিট ৫৬ সেকেন্ড উর্দু ও হিন্দি ভাষায় বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, এমপি নদভীর মেয়ের জামাই সুফিয়ান চৌধুরী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ফুফাতো ভাই হানিফ চৌধুরীর ছেলে। হানিফ চৌধুরী আবার এস আলম গ্রুপের কর্ণধার শিল্পপতি সাইফুল আলম মাসুদের খালাতো ভাই। ১ জানুয়ারি নগরীতে বিয়ে সম্পন্ন হয় এবং ১১ জানুয়ারি এমপি নদভীর গ্রামের বাড়িতে মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব মাওলানা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘বিয়েতে নাচার ইতিহাস রাসুলের (সা.) জীবনে নেই। ঈদে ছোট ছোট শিশুরা দব বাজিয়ে হামদ-নাত গাইতো। আফ্রিকার লোকদের নাচের নিজস্ব কিছু রীতি প্রচলিত ছিল, তারা নাচতেন। আমাদের আইনে ১৮ বছরের কম সবাই শিশু। কিন্তু ইসলামের বিধান মতে ৯ বছরের পর কেউ আর শিশু থাকে না। এখন আমাদের সংস্কৃতির অনেক কিছুই ইসলামের সাথে সাংঘর্ষিক। কেউ যদি সেটা পালন করে সেটাকে ইসলামের মাপকাঠিতে জায়েজ বলাটা উচিত নয়।’

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!