মেয়ের পর মা, ক্যান্সারে হার মানলেন চবি শিক্ষক শিরীন আরা চৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শিরীন আরা চৌধুরী মারা গেছেন।

সোমবার (২৪ আগস্ট) আড়াইটার দিকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাত সাড়ে দশটার দিকে নগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদে জানাযার নামাজ শেষে গরীবুল্লাহ শাজ মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন।

তিনি বলেন, শিরীন কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সর্বশেষ ঈদুল আযহার দিন দুপুরে কলকাতার সড়কে জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় মারাত্মক দুর্ঘটনায় পতিত হন। এ সময় তার মেয়ে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী শাজমিলা জিসমাম মারা যান।

তিনি জানান, সর্বশেষ গত কয়েকদিন ধরে অধ্যাপক শিরীন আরা চৌধুরী চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে কোমায় ছিলেন।

শিরীন আরা চৌধুরী তিন সন্তানের জননী ছিলেন। তার দুই ছেলের মধ্যে এক ছেলে সেনা কর্মকর্তা। অপর ছেলে নেদারল্যান্ডসে পড়াশোনা করছেন।

এদিকে শিরীন আরা চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর (মরহুমার) শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!