মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মি‌ষ্টি ফুল‌সহ ১০ প্রতিষ্ঠান গুণল জরিমানা

মেয়াদোত্তীর্ণ দই ও মিষ্টি বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের চাক্তাই নয়া রাস্তা এলাকার মি‌ষ্টি ফুল‌কে ২০ হাজার টাকা জরিমানাসহ মোট ১০টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

মঙ্গলবার (২৭ এ‌প্রিল) জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপ‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহর নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় এই তদার‌কিমূলক কার্যক্রম প‌রিচা‌লিত হয়।

বাজার তদারকি কার্যক্রমে নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেইটের ফার্মভিলে সুইটস এন্ড ব্রেকার্সকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ৮ হাজার টাকা, নকল চে‌রি বিক্রয় করায় বাবু‌লের ফলের দোকান‌কে ৩ হাজার, কালামিয়া বাজারে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় লেদু সওদাগ‌রের মাং‌সের দোকানকে ৩ হাজার টাকা, আ‌জি‌জের মাং‌সের দোকান‌কে ২ হাজার টাকা, শাহজাহান মাংসের দোকানকে ২ হাজার টাকা, মেয়াদবিহীন কাটা ওষুধ সংরক্ষণ করার দায়ে হারুন ফার্মেসিকে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

এছাড়া নতুন ব্রিজ এলাকার কে বি স্টোরকে অননুমোদিত রং রাখার দায়ে ৫ হাজার টাকা, অননু‌মো‌দিত ওষুধ বিক্রির দায়ে জয়নাব ফ‌া‌র্মেসি‌কে ৮ হাজার টাকা, কাজী মে‌ডি‌কো‌কে ২ হাজার টাকা জ‌রিমানাসহ মোট ১০টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাজার তদারকি কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক (‌মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!