মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ ফার্মেসিকে জরিমানা আনোয়ারায়

চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ ফার্মেসিকে ৭১ হাজার টাকা জরিমান ও একটি ফার্মেসিকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের ওষুধ তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান।

সাইদুজ্জামান চৌধুরী জানান, ফার্মেসিগুলোতে ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ, অনুমোদিত বিহীন যৌন উত্তেজক ওষুধ, বিদেশি অবৈধ প্রক্রিয়ায় আসা ওষুধ ও সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অপরাধে ৬ ফার্মেসিকে ৭১ হাজার টাকা জরিমানা ও লাইসেন্স না থাকায় একটি ফার্মেসিকে সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!