মেয়াদোত্তীর্ণ ওষুধসহ ভুয়া ডাক্তার ধরা র‌্যাবের হাতে

চট্টগ্রামের পাহাড়তলীর মৌসুমী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বেশকিছু মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধসহ এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (১০ আগস্ট) তাকে আটক করা হয়। আটক ভুয়া ডাক্তারের নাম আরজে সাহা জীবন (৫০)। তিনি রাজবাড়ি জেলার খানগঞ্জ এলাকার রবীন্দ্রনাথ সাহার ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাহাড়তলীর মেসার্স সাহা ফার্মেসিতে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি করে আসছে। আজ র‌্যাব অভিযান চালিয়ে আরজে সাহা জীবন নামের এক ভুয়া ডাক্তারকে আটক করে। পরে ওই ফার্মেসি থেকে ৪ হাজার ৮৮৩টি মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ১৫৭টি সিরাপ জব্দ করা হয়েছে।

আটক আরজে সাহা জীবন স্বীকার করেছে- সে দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে এসব মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রয় করে মানুষের সাথে প্রতারণা করে আসছে। আটকের পর তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!