ফেসবুক/ মেয়র নাছিরের নামে ভুয়া পেজ, আইসিটি প্রতিমন্ত্রীর কাছে ধর্না

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে ভেরিফাইড ফেসবুক পেজের হুবহু ধরনে বিভিন্ন পোস্ট করা হচ্ছে। এ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন ফেসবুকে মেয়রের অনুসরণকারীরা—কোনটি মেয়রের পোস্ট আর কোনটি ভুয়া পেজ থেকে করা। মেয়রের পেজ থেকে অনেক সময় রাজনৈতিক ও নগর উন্নয়ন-সমস্যার নানা পোস্ট দেওয়া হয়।

এরকম পরিস্থিতিতে মেয়র নাছির নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ইংরেজিতে ‘আ জ ম নাছির উদ্দিন’ নামে একটি পেজের স্ক্রিনশট দিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছেন। শনিবার (৬ জুলাই) এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘A J M Nasir Uddin নামে আমার কোনো ফেসবুক পেজ নেই। যারা এই ধরনের ফেইক আইডি পরিচালনা করছেন তাদেরকে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করছি।’

বাংলায় মেয়রের নামে থাকা পেজটি ফেসবুক কর্তৃপক্ষ থেকে ভেরিফাইড করা হয়েছে কয়েক বছর আগে। এ পেজের লাইক সংখ্যা ৩ লাখ ৬০ হাজারের বেশি। মেয়রের যাবতীয় বার্তা ও কার্যক্রম এই ভেরিফাইড পেজ থেকেই অনুসরণকারীদের জানিয়ে থাকেন মেয়র। মেয়র নিজে এ পেজ পরিচালনার পাশাপাশি অরো তিনজনকে পেজটির এডমিন করেছেন। তাদেরই একজন এডমিন হচ্ছেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রশীদ লোকমান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মেয়র মহোদয়ের একমাত্র ফেসবুক পেজটি বাংলায়। যা ফেসবুক থেকে ভেরিফাইড। এখন নানা জনে বাংলায় ও ইংরেজিতে মেয়রের নামে আইডি ও পেজ খুলে তৎপর রয়েছেন। এতে নগরবাসীসহ মেয়রের অনুসারীরা বিভ্রান্ত হচ্ছেন। তাই ভেরিফাইড পেজ থেকে পোস্ট দিয়ে সাবধান করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ভেরিফাইড পেজটি ছাড়া মেয়রের নামে ফেসবেকু পেজ-আইডি বন্ধে আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

এডি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!