মেসিবিহীন বার্সেলোনার গেতাফে গেরো পার

ইনজুরির কারণে মেসি ছিলেন না। ম্যাচের শেষ দিকে লেঙ্গেল্ট লাল কার্ড পেয়ে মাঠের বাইরে। বার্সেলোনা মাঠে নামে প্রতিপক্ষ গেতাফের ঘরের মাঠে, দগদগে হারের স্মৃতি নিয়ে। তবুও সুয়ারেজ আর ফিরপোর গোলে গেতাফ গেরো অনায়াসে পার হয়ে যায় বার্সেলোনা।

মাঠের লড়াইয়ে ছিলেন না লিওনেল মেসি। ঊরুর ইনজুরি দর্শক বানিয়ে রেখেছে এ আর্জেন্টাইন সুপারস্টারকে। তবে স্প্যানিশ লিগের ফুটবল ময়দানে তার অভাবটা বুঝতেই দেয়নি কাতালানরা। স্প্যানিশ চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক গেতাফেকে।

গেতাফের মাঠে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ৪১তম মিনিটে অতিথি বার্সাকে লিড এনে দেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিট যেতে না যেতেই গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান স্প্যানিশ ডিফেন্ডার জুনিয়র ফিরপো। বার্সার হয়ে এটি তার প্রথম গোল।

ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে লাল কার্ড দেখেন বার্সার ক্লিটমেন্ট লেঙ্গেল্ট।

সাত ম্যাচে চার জয়ের বিপরীতে এক ড্র আর দুই হারে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে কোচ আর্নেস্তো ভালভার্দের বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ এখনো এক পয়েন্টে এগিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে।

অন্য দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে চেলসি ২-০ গোলে হারিয়েছে ব্রাইটন এন্ড হোপকে। দশ জনের টটেনহ্যাম হটস্পার ২-১ গোলে জিতেছে সাউদ্যাম্পটনের বিপক্ষে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!