মেয়াদ ছাড়া পণ্য বিক্রি করায় হালিশহরের ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর হালিশহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুল রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুল রহমান বলেন, ‘হালিশহরে অস্বাস্থ্য্কর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়া অভিযানে ১টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!