মেয়াদ ছাড়া ওষুধ বিক্রি করায় ১০ ফার্মেসিকে জরিমানা বোয়ালখালীতে

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদ ছাড়া ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় ১০ ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।

জানা গেছে, উপজেলার নিলু ফার্মেসিকে ১০ হাজার টাকা, আনোয়ার ফার্মেসিকে ৫ হাজার, মনোরমা ফার্মেসিকে ১৫ হাজার, সিকদার ফার্মেসিকে ১৫ হাজার, জনসেবা ফার্মেসিকে ১০ হাজার, আল ইমাম মেডিকোকে ৫ হাজার, হক ফার্মেসিকে ৫ হাজার, ইকবাল ফার্মেসিকে ৫ হাজার, গ্রামীণ মেডিসিন কর্ণারকে ৫ হাজার এবং চৌধুরী ফার্মেসি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ ও বোয়ালখালী থানা পুলিশ উপস্থিত ছিল।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!